
ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি:
প্রকাশিত : বৃহঃস্পতিবার ২৮শে ডিসেম্বর ২০১৭ সকাল ০৯:৪৭:২৩,
আপডেট : বৃহঃস্পতিবার ২৬শে এপ্রিল ২০১৮ বিকাল ০৩:৪২:০৮,
সংবাদটি পড়া হয়েছে ৩৫০ বার

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে সাময়িকভাবে ফেরিসহ সকল প্রকার নৌযান চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার ভোর পৌনে ৬টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক মো. সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ভোরে ঘন কুয়াশায় ফেরির মার্কিং বাতি অস্পষ্ট হয়ে যায়। এতে নৌরুটে দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। এ সময় যানবাহন ও যাত্রী নিয়ে দিক হারিয়ে মাঝ নদীতে আটকা পড়েছে রোরো ফেরি খান জাহান আলী, ভাষা সৈনিক গোলাম মওলা, বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ও ভাষা শহীদ বরকত।
কুয়াশার তীব্রতা কমে যাওয়ার সঙ্গে সঙ্গে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে বলে তিনি জানান।