
কথাসাহিত্যিক শওকত আলী লাইফ সাপোর্টে
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত : শনিবার ৬ই জানুয়ারী ২০১৮ দুপুর ১২:২৮:৫৬,
আপডেট : বৃহঃস্পতিবার ২৬শে এপ্রিল ২০১৮ বিকাল ০৩:৫৫:০৮,
সংবাদটি পড়া হয়েছে ২৭১ বার

শওকত আলী
গুরুতর অসুস্থ কথাসাহিত্যিক শওকত আলীকে রাজধানীর ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
শনিবার ভোর ৫টার দিকে অবস্থার আরও অবনতি হলে তাকে ওই হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নিয়ে যাওয়া হয়।
শওকত আলীর ছেলে আসিফ শওকত কল্লোল এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বাবার শরীরে সোডিয়ামের মাত্রা বেড়ে যাওয়ায় জ্ঞান ফিরছে না। এ কারণে চিকিৎসকরা আজ ভোর ৫টার দিকে তাকে লাইফ সাপোর্টে রেখেছেন।
চিকিৎসকদের বরাত দিয়ে আসিফ শওকত জানান, আগে থেকেই বাবার কিডনি, হার্ট ও ফুসফুসে সমস্যা ছিল। রক্তে সংক্রমণ বেড়ে যাওয়ায় সেসব সমস্যার মাত্রাও আরও বেড়েছে।
তার বাবার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।
এর আগে বৃহস্পতিবার দুপুর দেড়টায় শওকত আলীকে রাজধানীর ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়।