
সিরিয়ায় বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় আবারও রাসায়নিক হামলা
আন্তর্জাতিক ডেস্ক:
প্রকাশিত : রবিবার ১৪ই জানুয়ারী ২০১৮ সকাল ১০:৪৫:৫০,
আপডেট : বুধবার ২৫শে এপ্রিল ২০১৮ দুপুর ০২:৩৯:৪৫,
সংবাদটি পড়া হয়েছে ১৮৮ বার

সিরিয়ার রাজধানী দামেস্কের কাছাকাছি বিদ্রোহী নিয়ন্ত্রিত একটি এলাকায় আবারও রাসায়নিক হামলার অভিযোগ পাওয়া গেছে। হামলার পর ৬ জনকে শ্বাসকষ্টজনিত কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, দামেস্কের শহরতলীর পূর্ব ঘাউতা এলাকায় সরকারি বাহিনী ও রাশিয়ান বাহিনীর মধ্যে মিসাইল হামলার পর ক্লোরিন গ্যাসের গন্ধ পাওয়া গেছে।
স্বাস্থ্যকর্মীদের বরাত দিয়ে খবরে বলা হয়, ছয়জনকে শ্বাসকষ্টজনিত কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর আগে গত বছর খান সেইখুন শহরে সারিন গ্যাস হামলায় ৮০ জনেরও বেশি প্রাণ হারান।
সিরিয়া যুদ্ধ শুরু হওয়ার পরে বেশ কয়েকবার ক্লোরিন হামলার অভিযোগ উঠেছে। তবে সবসময়ই এই অভিযোগ অস্বীকার করেছে সিরিয়া।