চাকরি দেওয়ার নামে ডেকে নিয়ে ‘ধর্ষণ’রিহ্যাবের ২ পরিচালক গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত : সোমবার ৩০শে সেপ্টেম্বর ২০১৯ সকাল ১০:০৮:১০,
আপডেট : শনিবার ৭ই ডিসেম্বর ২০১৯ সকাল ০৮:১৮:৪৪,
সংবাদটি পড়া হয়েছে ২৩৭ বার

অভিযুক্ত ইঞ্জিনিয়ার মহিউদ্দিন সিকদার ও শাকিল কামাল চৌধুরী। ছবি : সংগৃহীত
রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) দুই পরিচালকের বিরুদ্ধে রাজধানীর ধানমন্ডি এলাকায় এক নারীকে (২৭) চাকরি দেওয়ার নাম করে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে । এ ঘটনায় গতকাল রোববার রাতে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন-ইঞ্জিনিয়ার মহিউদ্দিন সিকদার ও শাকিল কামাল চৌধুরী।
ধানমন্ডি থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মরফিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রিহ্যাবের দুই পরিচালককে আসামি করে ধানমন্ডি থানায় একটি মামলা দায়ের করেছেন ওই নারী। এদিন রাতে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
মরফিদুল ইসলাম জানান, রোববার ওই নারীকে চাকরির জন্য ধানমন্ডি ১৩ নম্বর রোডের একটি বাড়িতে ডেকে নেওয়া হয়েছিল। পরে সেখানে পৌঁছানোর পর তাকে ‘ধর্ষণ’ করা হয়েছে বলে মামলার অভিযোগপত্রে উল্লেখ করেছেন তিনি।
ওই নারীকে মেডিকেল টেস্টের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্তের পরেই বিস্তারিত জানানো হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।