আস্থা লাইফ ইন্স্যুরেন্স ও ইউএস বাংলা এয়ারলাইনস এর মধ্যে গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষর
প্রকাশিত:
৩০ সেপ্টেম্বর ২০২২ ০৫:১৭
আপডেট:
১৪ মার্চ ২০২৫ ১৩:০৭

ঢাকার উত্তরায় রবিবার (২৫ সেপ্টেম্বর) ইউএস বাংলা এয়ারলাইনস এর অফিসে আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিঃ এবং ইউএস বাংলা এয়ারলাইনস এর মধ্যে একটি গ্রুপ বীমার চুক্তি স্বাক্ষরতি হয়েছে।
চুক্তি স্বাক্ষর করনে ইউএস বাংলা এয়ারলাইনস এর সিইও লুতফুর রহমান পিএসসি (অবঃ) এবং আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিঃ এর ব্যবস্থাপনা পরচিালক ও সিইও ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামসুল ইসলাম, এসজিপি, এনডিসি, পিএসসি (অবঃ)।
এছাড়া উপস্থিত ছিলেন উভয়পক্ষের ঊর্ধবতন কর্মকর্তাবৃন্দ। এই চুক্তির ফলে ইউএস বাংলা এয়ারলাইনস -এ কর্মরত সকল কর্মকর্তা/ কর্মচারী স্বপরিবারে আস্থা লাইফের গ্রুপ বীমার আওতায় জীবন ও স্বাস্থ্য ঝুঁকির বিপরীতে নানাবিধ বীমা কভারজে পাবেন।
উল্লেখ্য, আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠিত আস্থা লাইফ ইনস্যুরেন্স বাংলাদেশে নতুন ধারার বীমা সেবার অঙ্গীকার নিয়ে কাজ করে যাচ্ছে।
সম্পর্কিত বিষয়:
উত্তরা
আপনার মূল্যবান মতামত দিন: