শনিবার, ৫ই এপ্রিল ২০২৫, ২২শে চৈত্র ১৪৩১

Shomoy News

Sopno

রাজশাহী ও রংপুর অঞ্চলের রেমিট্যান্স প্রেরণকারী গ্রাহকদের পুরষ্কৃত করল রুপালী ব্যাংক


প্রকাশিত:
৬ মার্চ ২০২৩ ০৫:১১

আপডেট:
৫ এপ্রিল ২০২৫ ২০:১২

রূপালী ব্যাংকের মাধ্যমে বৈধ পথে রেমিট্যান্স প্রেরণে উৎসাহ প্রদান এবং রেমিট্যান্স আহরণে গতি আনয়নের লক্ষ্যে সেরা রেমিট্যান্স প্রেরণকারী গ্রাহকদের পুরষ্কৃত করেছে রাষ্ট্রায়ত্ব রূপালী ব্যাংক লিমিটেড।

৩ মার্চ, ২০২৩ শুক্রবার এই কর্মসূচির অংশ হিসেবে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি করার লক্ষ্যে রাজশাহী ও রংপুর বিভাগীয় কার্যালয়ের আওতাধীন শাখাসমূহে সেরা রেমিট্যান্স প্রেরণকারী ৪০ গ্রাহকের হাতে পুরস্কার তুলে দেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ জাহাঙ্গীর।

এ সময় তিনি দেশের স্বার্থে গ্রাহকদের বৈধ পথে রেমিট্যান্স প্রেরণের আহবান জানান। অনুষ্ঠানে রংপুর ও রাজশাহী অঞ্চলের বিভাগীয় প্রধান মো. নোমান মিয়া ও মো. ফকরুল হাসান উপস্থিত ছিলেন।

এছাড়াও রূপালী ব্যাংক স্থানীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক আবু নাসের মো. মাসুদসহ সেরা রেমিট্যান্স প্রেরণকারী গ্রাহকদের পরিবারের সদস্যরা এতে উপস্থিত ছিলেন।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : shomoynews2012@gmail.com; shomoynews@yahoo.com
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top