রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে ব্যবসায়ী
প্রকাশিত:
২৬ সেপ্টেম্বর ২০২২ ০৪:৩৬
আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ২৩:২৪
রাজধানীর আজিমপুরের একজন ব্যবসায়ী শাহেব আলী (৪৫) । অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে এক লাখ বিশ হাজার টাকা খোয়া গেছে তার।
রোববার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে অচেতন অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ব্যবসায়ীর শ্যালক মো. রতন জানান, পরিবার নিয়ে শাহেব আলী কেরানীগঞ্জ কলাতিয়া এলাকায় থাকেন। চকবাজারে "বেপারি স্টোর' নামে একটি আন্ডার গার্মেন্টসের ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে তার। সকালে মালামাল নিয়ে উত্তরা গিয়েছিলেন তিনি। সেখানে কিছু ব্যবসায়ীর কাছ থেকে পাওনা টাকাও তোলেন।
পরে দুপুরে একটি বাসের স্টাফরা তার মোবাইল থেকে ফোন দিয়ে জানান, বাসের ভেতর অচেতন হয়ে আছেন তিনি। স্টাফরা তাকে ওই বাস থেকে আজিমপুর বাসস্ট্যান্ডে রেখে চলে যান। পরে তারা সেখান থেকে ওই ব্যবসায়ীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তার কাছে আনুমানিক এক লাখ বিশ হাজার টাকা ছিল। সেই টাকা খোয়া গেছে বলে অভিযোগ তাদের।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, জরুরি বিভাগে তাকে স্টোমাক ওয়াশ করানোর পর মেডিসিন বিভাগে ভর্তি রাখা হয়েছে।
সম্পর্কিত বিষয়:
অজ্ঞান পার্টি
আপনার মূল্যবান মতামত দিন: