শুক্রবার, ৪ঠা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১

Shomoy News

Sopno


হাজারীবাগে আ.লীগ-বিএনপির সংঘর্ষ


প্রকাশিত:
২৭ সেপ্টেম্বর ২০২২ ০৩:৩৪

আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ০৮:২৪

 ছবি : সংগৃহীত

রাজধানীতে সমাবেশ শুরু হওয়ার আগেই আওয়ামী লীগ-বিএনপির মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে দু'পক্ষেরই বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুর পৌনে দুইটার দিকে হাজারীবাগ এলাকার টালি অফিস রোডে এ ঘটনা ঘটে।

জানা যায়, হাজারীবাগ ও ঢাকার ১৬টি স্থানে জ্বালানি তেলসহ দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি এবং দলের চার নেতা-কর্মীকে হত্যার প্রতিবাদে বিএনপির সমাবেশ হচ্ছে। হাজারীবাগের এই সমাবেশে বিএনপি'র কর্মী সমর্থকেরা লাঠি হাতে মিছিল নিয়ে সমাবেশ স্থলে যাওয়ার পথে আওয়ামী লীগের কর্মী সমর্থকেরা বাধা দেয়। এ সময় দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বাঁধে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পাল্টাপাল্টি হামলায় বেশ কয়েকজন কর্মীকে বেধড়ক লাঠিপেটা করতে দেখা গেছে। কয়েক মিনিটের মধ্যে উভয় পক্ষ দুইদিকে সরে গেলে পরিস্থিতি শান্ত হয়। পরে টালি অফিস রোডের মোড়ে আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা লাঠি হাতে সেখানে যায়। এখনো তারা সেখানে লাঠি হাতে অবস্থান করছেন। পুলিশ তাদের ব্যারিকেড দিয়ে আটকে রেখেছে।

এদিকে শিকদার মেডিকেল কলেজ হাসপাতালের ঠিক উল্টো পাশে বেড়িবাঁধের পাশেই ছোট একটি মাঠে বিএনপির সমাবেশ চলছে। সমাবেশে বিএনপির শত শত নেতাকর্মী লাঠি ও জাতীয় পতাকা হাতে মিছিল নিয়ে জড়ো হচ্ছে।

এ বিষয়ে ধানমন্ডি অঞ্চলের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এহসানুল ফেরদৌস জানান, শান্তিপূর্ণ সমাবেশে তো লাঠির দরকার নেই। লাঠি থাকলে শান্তি বিনষ্ট হতে পারে । সে জন্য পুলিশ সমাবেশে আসা লোকজনকে লাঠি সরিয়ে ফেলতে বলেছেন।

ধানমন্ডির শংকর বাসস্ট্যান্ডে এ সমাবেশ হওয়ার কথা থাকলেও সেখানে সমাবেশ করতে না পেরে শিকদার মেডিকেল কলেজ হাসপাতালের পাশে এই সমাবেশ হচ্ছে।


সম্পর্কিত বিষয়:

আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top