উত্তরায় অবৈধ লেক ভিউ বারে ডিবির অভিযান
প্রকাশিত:
৭ অক্টোবর ২০২২ ২০:০৮
আপডেট:
১৪ মার্চ ২০২৫ ১২:২৬

রাজধানীর উত্তরায় কিং ফিশার রেস্টুরেন্টের লেক ভিউ নামে একটি অবৈধ বারে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) রাত সাড়ে ১০টা থেকে এ অভিযান শুরু হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উত্তরা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. আকরামুল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
ডিবি জানায়, ছয়তলা একটি ভবনে দীর্ঘদিন বারটি চলছে। এ বারের কর্তৃপক্ষ কোনো নির্ভরযোগ্য অনুমোদন দেখাতে পারেনি। ঐ বারে শতাধিক মানুষকে মদ্যপ অবস্থায় পাওয়া যায়। এ সময় বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করা হয়েছে।
সম্পর্কিত বিষয়:
উত্তরা
আপনার মূল্যবান মতামত দিন: