বুয়েট মসজিদের পেছনে মিললো কর্মচারীর মরদেহ
প্রকাশিত:
২৪ অক্টোবর ২০২২ ০৩:৪৮
আপডেট:
১৪ মার্চ ২০২৫ ১২:২৮

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মসজিদের পেছন থেকে ওলিয়ার রহমান (৫২) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার দেহে আঘাতের চিহ্ন রয়েছে।
ওলিয়ার রহমান বুয়েটের সিনিয়র পেইন্টার হিসেবে কর্মরত ছিলেন। তিনি বুয়েটের ভেতরেই থাকতেন।
রোববার (২৩ অক্টোবর) বিকেল ৩টায় পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
বিষয়টি নিশ্চিত করে চকবাজার থানার পরিদর্শক (অপারেশন) শরিফুল ইসলাম জানান, আমরা বিকেল ৩টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসি। তার দেহে আঘাতের চিহ্ন রয়েছে। এটি হত্যাকাণ্ড কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
তিনি আরও জানান, আঘাতের চিহ্নের জায়গায় হলুদ মাখানো রয়েছে। ঘটনাটি ঘটেছে রাত ৩টার দিকে কিন্তু পুলিশকে জানানো হয়েছে বিকেল ৩টায়।
সম্পর্কিত বিষয়:
বুয়েট
আপনার মূল্যবান মতামত দিন: