রাজধানীতে মায়ের সঙ্গে অভিমানে কিশোরীর আত্মহত্যা
প্রকাশিত:
২ নভেম্বর ২০২২ ২৩:৩৭
আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ০৮:১১

রাজধানীর ডেমরার ডগাইর এলাকায় মায়ের সঙ্গে অভিমান করে মোছা. সুমাইয়া আক্তার (১৫) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে।
গতকাল মঙ্গলবার (১ অক্টোবর) রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ৩টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহত সুমাইয়ার বাবা নূরুল ইসলাম জানান, সুমাইয়া স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির ছাত্রী ছিল। পড়াশোনার জন্য ওর মা বকাঝকা করায় অভিমানে নিজরুমের লোহার অ্যাঙ্গেলের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, ডেমরায় তাদের নিজেদের বাসা। তার দুই মেয়ে ও এক ছেলে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
সম্পর্কিত বিষয়:
আত্মহত্যা
আপনার মূল্যবান মতামত দিন: