পোস্তগোলা ব্রিজে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ২
প্রকাশিত:
৮ নভেম্বর ২০২২ ০৭:৫০
আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ০৭:২৪

রাজধানীর পোস্তগোলা ব্রিজে রাইদা পরিবহনের একটি বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপের চালক ও হেলপার নিহত হয়েছেন।
আজ সোমবার (৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত ৮টায় দুজনকে মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন- মো. রাসেল মোল্লা ও কামরুল ইসলাম।
তাদের উদ্ধার করে নিয়ে আসা পথচারী তামিম শিকদার বলেন, পোস্তগোলা ব্রিজে রাইদা পরিবহনের বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় ওই দুজনকে ঢামেকে নিয়ে এলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এই ঘটনায় ঘাতক বাসটি আটক করেছেন বিক্ষুব্ধ জনতা।
এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, দুর্ঘটনায় গুরুতর আহত দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, তাদের কাছে থাকা ভোটার আইডি কার্ড থেকে নাম-পরিচয় জানা গেছে। রাসেল মোল্লা বরিশালের বানারীপাড়া থানার মুকুল মোল্লার সন্তান ও কামরুল ইসলাম নোয়াখালী জেলার সেনবাগ থানার গোলাম মোস্তফার সন্তান। ঘটনার বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
সম্পর্কিত বিষয়:
সংঘর্ষ
আপনার মূল্যবান মতামত দিন: