বিচারপতি মানিকের ওপর হামলায় বিএনপি নেতা হারুন গ্রেপ্তার
প্রকাশিত:
৯ নভেম্বর ২০২২ ০৩:৫১
আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ০১:১০

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর হারুন উর রশীদ হারুনকে গ্রেপ্তার করা হয়েছে।
সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলায় ডিএমপির মতিঝিল গোয়েন্দা পুলিশের একটি দল তাকে আজ (মঙ্গলবার) বিকেল ৩টার দিকে মতিঝিল এলাকা থেকে গ্রেপ্তার করে।
মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রাজীব আল মাসুদ জানান, সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের গাড়িতে হামলার অভিযোগে দায়ের হওয়া মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ২ নভেম্বর পল্টন এলাকায় বিএনপির মিছিল থেকে বিচারপতি মানিকের গাড়িতে হামলা হয় বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় ওই রাতেই বিচারপতি মানিকের গানম্যান কনস্টেবল রফিকুল ইসলাম বাদী হয়ে পল্টন থানায় মামলা করেন।
সম্পর্কিত বিষয়:
গ্রেপ্তার
আপনার মূল্যবান মতামত দিন: