রাজধানীতে দুই ছিনতাইকারী গ্রেফতার
প্রকাশিত:
১৩ নভেম্বর ২০২২ ০৬:০৭
আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ০৮:১১

রাজধানীর বংশাল ও যাত্রাবাড়ী এলাকায় পৃথক দুটি অভিযানে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র্যাব। এসময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত দুইটি চাকু ও একটি মোবাইল উদ্ধার করা হয়।
গ্রেফতাররা হলেন- মো. জসিম উদ্দিন (৩২) ও মো. সাজ্জাদ (২৩)।
আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব-১০।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (১২ নভেম্বর) র্যাব-১০ এর একটি দল বংশাল থানাধীন নবাবপুর রোড এলাকায় অভিযান পরিচালনা করে। এতে জসিম উদ্দিন নামে এক ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি চাকু উদ্ধার করা হয়।
অপর এক অভিযানের বিষয়ে র্যাব জানায়, র্যাব-১০ এর একটি দল যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় অভিযান চালায়। অভিযানে সাজ্জাদ নামে এক ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি চাকু ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতাররা বেশ কিছুদিন ধরে বংশাল ও যাত্রাবাড়ীসহ আশপাশের বিভিন্ন এলাকায় পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা-পয়সা ও মোবাইল ফোনসহ মূল্যবান সম্পদ ছিনতাই করে আসছিল।
গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক ছিনতাই মামলা রুজু করা হয়েছে বলেও জানায় র্যাব-১০।
সম্পর্কিত বিষয়:
ছিনতাইকারী
আপনার মূল্যবান মতামত দিন: