ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৪
প্রকাশিত:
১৬ নভেম্বর ২০২২ ২২:৩১
আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ২২:২৬

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ১৪৭৪২টি ইয়াবা, ৬.২ গ্রাম হেরোইন, ১৪৯২ ক্যান বিয়ার, ৬৬ কেজি ৯৫০ গ্রাম গাঁজা এবং ৬৫০টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার (১৫ নভেম্বর) সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৭টি মামলা রুজু হয়েছে।
সম্পর্কিত বিষয়:
মাদকবিরোধী
আপনার মূল্যবান মতামত দিন: