কেরাণীগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার
প্রকাশিত:
১ ডিসেম্বর ২০২২ ০৫:৪৫
আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ০১:১০

রাজধানীর দক্ষিণ কেরাণীগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী মো. স্বাধীনকে (৩৩) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার (৩০ নভেম্বর) রাজধানীর কদমতলী থানাধীন মাতুয়াইল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবীর সোয়েব জানান, দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকায় স্ত্রী হত্যার ঘটনায় মামলার একমাত্র আসামি স্বামী স্বাধীনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তার কাছ থেকে একটি মোবাইল জব্দ করা হয়।
গ্রেপ্তার স্বাধীন প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের বিষয়টি স্বীকার করেছে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
সম্পর্কিত বিষয়:
গ্রেপ্তার
আপনার মূল্যবান মতামত দিন: