মঙ্গলবার, ১লা এপ্রিল ২০২৫, ১৮ই চৈত্র ১৪৩১

Shomoy News

Sopno


বিমানবন্দরে স্বামী নিয়ে দুই নারীর টানাটানি-হাতাহাতি (ভিডিও)


প্রকাশিত:
১৯ আগস্ট ২০২০ ১৬:৩৭

আপডেট:
১ এপ্রিল ২০২৫ ২৩:৪৮

হযরত শাহ্‌জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বামী নিয়ে টানাটানি-হাতাহাতি করেন দুই নারী (ভিডিও থেকে নেওয়া ছবি)

করোনাভাইরাস মহামারির মধ্যে মালদ্বীপ থেকে বিমানে করে রাজধানীর হযরত শাহ্‌জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন মইনুল হোসেন নামের এক ব্যক্তি। নেমেই শিকার হলেন এক অদ্ভুত কাণ্ডের। বিমানবন্দরে উপস্থিত হয় তার দুই স্ত্রী। স্বামীকে দেখতে পেয়ে ছুটে আসেন তারা।

এরপর কিছুক্ষণ চলল টানা হেঁচড়া। প্রথম স্ত্রী স্বামীকে নিয়ে যেতে চান, ছাড়বেন না দ্বিতীয়জনও। আবার কিছুক্ষণ হাতাহাতি। শেষ পর্যন্ত পরিস্থিতি সামাল দিতে বিমানবন্দরে কর্তব্যরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হস্তক্ষেপ করতে হয়।

গতকাল মঙ্গলবার বিকেলে এই চিত্র দেখা গেছে বিমানবন্দরের টার্মিনাল এলাকায়। মুহুর্তেই সংবাদকর্মীরা সেখানে উপস্থিত হন।

জানা গেছে, মইনুলের বাড়ি কুমিল্লার দাউদকান্দিতে। তাকে তার দ্বিতীয় স্ত্রী তমাকে নিয়ে গাড়িতে উঠতে গেলে প্রথম স্ত্রী সানজিদা এসে বাধা দেয়। তিনি তার সঙ্গে গাড়িতে যেতে চাপ দেন। এরপর শুরু হয় দুই স্ত্রীর ঝগড়া, যা হাতাহাতিতে গড়ায়।

পরে পরিস্থিতি সামাল দিতে সেখানে আসেন বিমানবন্দরে কর্তব্যরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তারা মইনুল ও তার দুই স্ত্রীকেই বিমানবন্দর থানায় নিয়ে যান।

স্বামীকে নিয়ে দুই স্ত্রীর টানাটানি-হাতাহাতির তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিএম ফরমান আলী।

মইনুলের প্রথম স্ত্রী সানজিদা জানান, সাত বছর আগে তাদের বিয়ে হলেও তাকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে করেছেন মইনুল। তার ও তার তিন বছর বয়সী সন্তানের খোঁজও রাখছেন না বলে দাবি করেন তিনি।

এদিকে তমা জানান, মইনুলের বৈধ স্ত্রী তিনিই। তাই বিমানবন্দরে এসেছেন স্বামীকে নিজের সঙ্গে বাড়িতে নিয়ে যেতে।

ওসি আরও জানান, থানায় বিষয়টি মিটমাটের পর তিনজনই চলে যান। তবে কী মিটমাট হয়েছে, জানাননি তিনি।

ভিডিও দেখুন চ্যানেল টোয়েন্টি ফোরের সৌজন্যে :



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top