রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৭ই বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


রূপগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ জাহিদ মারা গেছেন


প্রকাশিত:
২৬ ডিসেম্বর ২০২২ ২২:৩৯

আপডেট:
২০ এপ্রিল ২০২৫ ০৭:১২

ফাইল ছবি

নারায়ণগঞ্জ রূপগঞ্জের ভুলতা এলাকায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ জাহিদ (৪০) মারা গেছেন।

রোববার (২৫ ডিসেম্বর) রাতে চিকিৎসাধীন অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান তিনি। জাহিদ একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন। তার বাড়ি ফরিদপুর জেলার নগরকান্দা থানা এলাকায়।

বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন।

তিনি বলেন, নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে গ্যাস বিস্ফোরণে দগ্ধ হয়ে আমাদের এখানে চারজন এসেছিল। গতকাল রাতে জাহিদ নামে একজন আইসিইউর ১৫ নম্বর বেড়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তার শরীরের ২৯ শতাংশ দগ্ধ হয়েছিল। আরও তিনজনের চিকিৎসা চলছে।

গত ১৭ ডিসেম্বর দগ্ধ অবস্থায় সকাল সাড়ে সাতটায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। দগ্ধ অন্যরা হলেন- রুমা (২৭), লাবনী (১১) ও ইয়াসিন (৮)। এদের মধ্যে রুমার শরীরের ২৩ শতাংশ, লাবনীর শরীরের ২২ শতাংশ ও ইয়াসিনের শরীরের ১০ শতাংশ দগ্ধ হয়েছে।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top