যাত্রাবাড়ীতে যুবকের রহস্যজনক মৃত্যু
প্রকাশিত:
১১ জানুয়ারী ২০২৩ ২২:১৩
আপডেট:
২০ এপ্রিল ২০২৫ ০৭:১২

রাজধানীর যাত্রাবাড়ী থানার শনির আখড়া এলাকায় মো. ইমরান হোসেন নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দিবাগত রাত ১টার সময় বাসার ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেন তিনি।
পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত সোয়া ২টায় মৃত্যু ঘোষণা করেন।
নিহতের ভাই মইন উদ্দিন জানান, আমার ভাই একজন লেগুনার ড্রাইভার। আমি মা এবং ছোট ভাইকে নিয়ে একসঙ্গে থাকি। রাতে খাওয়া-দাওয়া শেষে এসে রুমে ঢুকে দেখি সে গলায় গামছা পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলছে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, কি কারণে তিনি আত্মহত্যা করেছে সে বিষয়ে কিছু বলতে পারছি না। বর্তমানে যাত্রাবাড়ী থানার শনির আখড়া এলাকার সালাউদ্দিনের বাসায় ভাড়া থাকি। আমাদের বাড়ি পটুয়াখালী জেলার সদর থানা পূর্ব কেউবুলিয়া গ্রামে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: