রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৭ই বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


হানিফ বাসে তল্লাশি : ৩০ হাজার ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার


প্রকাশিত:
১৫ জানুয়ারী ২০২৩ ০৪:৪৭

আপডেট:
২০ এপ্রিল ২০২৫ ০৯:৪৫

 ফাইল ছবি

রাজধানীর হাতিরঝিল থানা ও তুরাগ থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৩০ হাজার পিস ইয়াবার চালানসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগ। গ্রেপ্তাররা হলেন— মো. ইয়াছিন, আলী হোসেন ও মো. হাবিবুল্লাহ।

শুক্রবার (১৩ জানুয়ারি) দিবাগত রাতে হাতিরঝিল ও তুরাগ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ডিএমপির গোয়েন্দা লালবাগ বিভাগের একটি দল।

সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার মুহম্মদ মনিরুজ্জামান বলেন, কিছু মাদক কারবারি হানিফ পরিবহনের একটি বাসে করে বিশ্ব ইজতেমার যাত্রীদের সঙ্গে চট্টগ্রাম থেকে ঢাকার ইজতেমা ময়দানের দিকে ইয়াবা নিয়ে আসছে— এমন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল হাতিরঝিল থানার চৌধুরীপাড়া এলাকার বাটা জুতা দোকানের সামনে অবস্থান নেয়। কাঙ্ক্ষিত বাসটি এলে পুলিশের মাইক্রোবাস দিয়ে ব্যারিকেড দেওয়া হয়। তখন বাস রেখে পালানোর সময় ইয়াসিন ও আলীকে গ্রেপ্তার করা হয়। পরে বাস তল্লাশি করে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

একই দিনে আরেকটি অভিযানে গ্রেপ্তারদের দেওয়া তথ্য মতে তুরাগ থানার কামারপাড়া এলাকা থেকে তাদের অপর সহযোগী হাবিবুল্লাহকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সহকারী পুলিশ কমিশনার মুহম্মদ মনিরুজ্জামান জানান, গ্রেপ্তাররা কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকা শহরসহ আশপাশের এলাকায় বিক্রি করতো। তাদের বিরুদ্ধে হাতিরঝিল থানায় একটি মামলা হয়েছে।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top