খিলগাঁওয়ে অভিমানে গৃহবধূর আত্মহত্যা
প্রকাশিত:
১৮ জানুয়ারী ২০২৩ ০৪:০৭
আপডেট:
২০ এপ্রিল ২০২৫ ০৯:৪৫

রাজধানীর রামপুরা থানার চৌধুরীপাড়া এলাকায় স্বামী ও শ্বশুর বাড়ির লোকজনের সঙ্গে অভিমান করে মৌরানি সরকার (২৩) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) সোনিয়া পারভীন বলেন, আমরা খবর পেয়ে মুগদা হাসপাতাল থেকে তার মরদেহ উদ্ধার করি। পরে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য আজ দুপুরে ঢামেক মর্গে পাঠানো হয়েছে।
তিনি বলেন, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি স্বামী ও শ্বশুরবাড়ির লোকদের সঙ্গে ঝগড়া করে গতকাল (সোমবার) সে আত্মহত্যা করে। পরে তার শ্বশুর বাড়ির লোকজন তাকে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তারা রামপুরা থানার চৌধুরী পাড়ার খিলগাঁও ১৪৩/বি বাসায় ভাড়া থাকে।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: