শ্যামপুরে ট্রাকচাপায় শ্রমিক নিহত
প্রকাশিত:
২৫ জানুয়ারী ২০২৩ ০১:৪৪
আপডেট:
২৫ জানুয়ারী ২০২৩ ০১:৪৫

রাজধানীর শ্যামপুরের পোস্তগোলা শ্মশান ঘাট এলাকায় লোহার রডের কাজ করার সময় ট্রাকের চাপায় মো. সুলতান আহমেদ (৫৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকাল ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুপুর পৌনে ২টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতের সহকর্মী ফজল ঢাকা পোস্টকে বলেন, আমরা সকালের দিকে পোস্তগোলা শ্মশান ঘাট এলাকায় লোহার রডের কাজ করার সময় একটি ট্রাক পাশ দিয়ে যাচ্ছিল। এ সময় সুলতান ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয় সে। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, নিহতের বাড়ি জামালপুর জেলার সরিষাবাড়ী থানা এলাকায়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: