দিনদুপুরে রাজধানীতে বাসে আগুন
প্রকাশিত:
২৪ ডিসেম্বর ২০২৩ ১৬:৩৪
আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ২৩:২৬

দিনদুপুরে রাজধানীর জুরাইন এলাকায় রাইদা পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (২৪ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে জুরাইনের পোস্তগোলায় এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া অফিসার তালহা বিন জসিম। তবে বাসে আগুন দেওয়ার ঘটনায় কেউ হতাহত হয়নি বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, পোস্তগোলায় রাইদা পরিবহনের একটি বাসে আগুনের খবর পাওয়া যায়। সঙ্গে সঙ্গে পোস্তগোলা ফায়ার স্টেশনের ২ ইউনিটের প্রায় ১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে বিএনপি ও তাদের সমমনা দলগুলোর ডাকা অবরোধের আগের রাতে মাত্র দেড় ঘণ্টার ব্যবধানে রাজধানীতে চারটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। গুলিস্তান, মিরপুর মাজার রোড, মিরপুর-১৩ এবং কলাবাগান এলাকায় এসব গাড়িতে আগুন দেওয়া হয়।
আপনার মূল্যবান মতামত দিন: