মঙ্গলবার, ১লা এপ্রিল ২০২৫, ১৮ই চৈত্র ১৪৩১

Shomoy News

Sopno


গৃহকর্মী হত্যার অভিযোগে বনশ্রীতে বাড়িতে আগুন


প্রকাশিত:
৩১ ডিসেম্বর ২০২৩ ১১:৫৯

আপডেট:
১ এপ্রিল ২০২৫ ২৩:৫৩

ছবি সংগৃহীত

গৃহকর্মী হত্যার অভিযোগে রাজধানীর বনশ্রীতে একটি বাসায় আগুন ধরিয়ে দিয়েছেন এলাকাবাসী। মরদেহ উদ্ধার করতে গিয়ে স্থানীয়দের হামলায় আহত হয়েছেন পাঁচ পুলিশ সদস্য।

রোববার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বনশ্রীর ডি ব্লকের ৪ নম্বর রোডের ৩২ নম্বর বাসায় এ ঘটনা ঘটে।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, ভবন থেকে পড়ে এক গৃহকর্মীর মৃত্যুর খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠানোর চেষ্টা করে। এ সময় স্থানীয়রা বাধা দেয়। একপর্যায়ে তারা ক্ষিপ্ত হয়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। এতে আমিসহ পাঁচ পুলিশ সদস্য আহত হই। পরে সহকর্মীরা আমাকে নিয়ে আসেন।

ওসি আরও জানান, আমি আসার পর ভবনটিতে আগুন দেওয়া হয়েছে বলে জানতে পেরেছি। বিষয়টি জানানোর পর গোয়েন্দা পুলিশসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।


সম্পর্কিত বিষয়:

পুলিশ বনশ্রী আগুন

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top