কাজিপুর কলেজের প্রভাষক রিয়াজ আহমেদ আর নেই
প্রকাশিত:
২ জানুয়ারী ২০২৪ ১৬:৫২
আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১২:১৬

গাংনীর কাজিপুর ডিগ্রী কলেজের রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক রিয়াজ আহমেদ সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে থাকার পর মৃত্যুর কোলে ঢলে পড়েন। (ইন্না লিল্লাহি ----- রাজিউন)।
গত ১ জানুয়ারি সকাল ৯ টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার চোখতোলা এলাকায় মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন তিনি।
রিয়াজ আহমেদ মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ডিগ্রী কলেজের রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক ও উপজেলার বাদিয়াপাড়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে। তার স্ত্রী সুরাইয়া খাতুন রামনগর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। দাম্পত্য জীবনে তাদের এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে।
ঢাকা থেকে মরদেহ গাংনীতে নেওয়ার প্রক্রিয়া চলছে।
আপনার মূল্যবান মতামত দিন: