ফকিরাপুলে যুবদলের বিক্ষোভ, আটক ১০
প্রকাশিত:
৬ জানুয়ারী ২০২৪ ১৮:০৭
আপডেট:
১ এপ্রিল ২০২৫ ২৩:৫৩

নির্বাচন বর্জন করে আন্দোলনে থাকা বিএনপির অঙ্গসংগঠন যুবদল রাজধানীর ফকিরাপুলে বিক্ষোভ মিছিল করেছে। এ সময় পুলিশ দলটির ১০ জন নেতাকর্মীকে আটক করেছে।
শনিবার (৬ জানুয়ারি) দুপুরে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের নেতাকর্মীরা মিছিলটি বের করেন।
যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নূরুল ইসলাম নয়ন এবং ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনামের নেতৃত্বে মিছিলটি শাহজাহানপুর থেকে শুরু হয়ে রাজারবাগ-ফকিরাপুল হয়ে দৈনিক বাংলা মোড়ে পৌঁছালে পুলিশ বাধা দেয়। এ সময় সেখান থেকে যুবদলের ১০ নেতাকর্মীকে আটক করে পুলিশ।
যুবদল নেতা নয়ন অভিযোগ করেন, পুলিশ তাদের শান্তিপূর্ণ মিছিলে হামলা চালিয়েছে। এ সময় তাদের অনেক নেতাকর্মী আহত হন বলে দাবি এই নেতার। এছাড়া ১০ জনকে আটকের কথাও জানান তিনি।
আপনার মূল্যবান মতামত দিন: