পল্টন থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
প্রকাশিত:
১১ জানুয়ারী ২০২৪ ১৪:০১
আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ০৫:২৫

রাজধানী পল্টনের বঙ্গবন্ধু স্টেডিয়ামের ৩নং গেটের দক্ষিণ পাশ থেকে নাম না জানা এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকাল দশটার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বাবুল মিয়া জানান, বঙ্গবন্ধু স্টেডিয়ামের ৩নং গেটের দক্ষিণ পাশের রাস্তায় মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ গিয়ে সেটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়। নিহতের নামপরিচয় এখনো জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে।
এসআই বাবুল মিয়া আরও জানান, নিহত ব্যক্তি ভবঘুরে প্রকৃতির ছিল বলে স্থানীয় অনেকে তাদের জানিয়েছেন। অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর মূল কারণ জানা যাবে।
সম্পর্কিত বিষয়:
পল্টন
আপনার মূল্যবান মতামত দিন: