মোহাম্মদপুর থানার ডাইনিং হল আধুনিকীকরণ ও বৈঠকখানা উদ্বোধন
প্রকাশিত:
১৮ ফেব্রুয়ারি ২০২৪ ১২:১১
আপডেট:
১৪ মার্চ ২০২৫ ০৭:১৩

রাজধানীর মোহাম্মদপুর থানা ডাইনিং হল আধুনিকীকরণ ও বৈঠকখানা উদ্বোধন করলেন ঢাকা মেট্টোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান।
শনিবার মোহাম্মদপুর থানা ডাইনিং হল আধুনিকীকরণ ও বৈঠকখানার উদ্বোধনী ফলক উন্মোচন করেন তিনি। উদ্বোধন শেষে বিশেষ মোনাজাত করা হয়।
উদ্বোধন শেষে ডিএমপি কমিশনার থানা কম্পাউন্ডে একটি কৃষ্ণচড়া গাছের চারা রোপণ করেন।
এর আগে সন্ধ্যায় মোহাম্মদপুর থানা কম্পাউন্ডে পৌঁছালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেওয়া হয়।
এ সময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার, যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার, উপ-পুলিশ কমিশনাররা ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ অফিসার উপস্থিত ছিলেন।
আরও উপস্থিত ছিলেন তেজগাঁও বিভাগের উপ পুলিশ কমিশনার এইচ এম আজিদুল হক ও মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ মো. মাহফুজুল হক।
আপনার মূল্যবান মতামত দিন: