চৈত্রের গরমে হঠাৎ বজ্র বৃষ্টি
প্রকাশিত:
৩ এপ্রিল ২০২০ ০০:৫৯
আপডেট:
১২ মার্চ ২০২৫ ১৭:১১

ক’দিন ধরে ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে তাপদাহ বয়ে যাচ্ছিল । এরই মধ্যে বৃহস্পতিবার চৈত্রের গরমে রাজধানীতে হঠাৎ বজ্র বৃষ্টি। আর সঙ্গে যুক্ত হয়েছিল ঝড়ো বাতাস। তবে আবহাওয়া অফিস জানিয়েছে, শুধু ঢাকা নয় দেশের অনেক স্থানে বজ্র বৃষ্টির খবর পাওয়া গেছে।
সকালে কিছুটা ঠান্ডা থাকলেও, রোদের প্রখরতা কম ছিল না। তবে বেশির ভাগ সময় সূর্যকে ঢেকে দিচ্ছিল খন্ড খন্ত মেঘ। বিকেলে পুরো আকাশ মেঘে মেঘে ছেয়ে যায়। বিকেল পৌনে চারটার দিকে মেঘের গর্জনে কালো হয়ে যায় রাজধানীর আকাশ। কিছু সময় শুরু হয় বৃষ্টি। এই বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া বইতে থাকে । এই বাতাসে কোন কোন স্থানে বিদ্যুতের তার ছিড়ে যায়। আবার কোথাও কোথাও গাছের ডালপালাও ভেঙ্গে পড়ে। তবে কোন হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, আগামি সপ্তাহে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে কাল বৈশাখী ঝড় বয়ে যেতে পারে। তবে বৃষ্টি হতে পারে তুলনামূলকভাবে কম। বরং কোন কোন স্থানে এই তাপদাহ আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে পশ্চিমাঞ্চলে লঘুচাপের সংগে পূবালী বাতাসের সংমিশ্রনে কোথাও কাথাও ঝড়ো বৃষ্টি হলেও, বৃষ্টির প্রবনতা থাকবে কম।
সম্পর্কিত বিষয়:
বৃষ্টি
আপনার মূল্যবান মতামত দিন: