রাজশাহীতে আনসার-আল ইসলামের তিন জঙ্গি গ্রেপ্তার
প্রকাশিত:
৩ এপ্রিল ২০২০ ০১:৪৫
আপডেট:
২ এপ্রিল ২০২৫ ০৫:১২

রাজশাহীতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার-আল ইসলামের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার দিবাগত রাত ১১টার দিকে রাজশাহী মহানগরীর সিটিহাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। র্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল এ অভিযান চালায়।
গ্রেপ্তারকৃতরা হলেন, সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নাদো সৈয়দপুর গ্রামের এসএম সেলিমের ছেলে ইউসুফ আলী ওরফে সৌরভ (২১), পাবনার চাটমোহর উপজেলার বোথড় গ্রামের আনায়ারর হোসেনের ছেলে সৌভিক হাসান ওরফে সৌরভ (২০) ও করকোলা গ্রামের সাইফুল ইসলামের ছেলে সাকিল খান (২০)।
র্যাব-৫ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো জয়, গ্রেপ্তার তিন তরুণ রাষ্ট্রের বিরুদ্ধে গোপন বৈঠকে বসেছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উগ্রবাদী বই এবং প্রশিক্ষণের নথিসহ তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
সম্পর্কিত বিষয়:
রাজশাহী
আপনার মূল্যবান মতামত দিন: