বাথরুমে ঝুলছিল গৃহকর্মীর মরদেহ
প্রকাশিত:
২৭ জুন ২০২৪ ১৭:১০
আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ০১:১০

রাজধানীর খিলগাঁও থানার উত্তর গোড়ান এলাকার একটি বাসার বাথরুম থেকে আরিফা আক্তার (১২) নামে এক গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ জুন) সকাল সাড়ে ১১টার দিকে মরদেহটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে পরীক্ষা নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত অরিফা আক্তারের গ্রামের বাড়ি নেত্রকোণা জেলার পূর্বধলা থানার পুরপনিয়া গ্রামে। সে ওই গ্রামের হাবিবুর রহমানের মেয়ে।
খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাকির হোসেন জানান, খবর পেয়ে খিলগাঁওয়ের উত্তর গোড়ান ৩৩৮/বি নম্বর বাসার বাথরুমের শাওয়ারের পাইপ থেকে ঝুলন্ত অবস্থায় ওই কিশোরীকে উদ্ধার করে ঢামেকে পাঠাই। আমরা স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি নিহত গৃহকর্মী সোমবার (২৪ জুন) ওই বাসায় কাজে আসে। আজ ঝুলন্ত অবস্থার তার মরদেহ উদ্ধার করা হলো।
তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
আপনার মূল্যবান মতামত দিন: