মোহাম্মদপুরে চাপাতিসহ ছিনতাইকারী আটক
প্রকাশিত:
৩ জুলাই ২০২৪ ১৪:২৮
আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ২২:২৮

রাজধানীর মোহাম্মদপুরের নূরজাহান রোডে চাপাতিসহ হাতেনাতে এক ছিনতাইকারীকে আটক করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।
মঙ্গলবার (৩ জুলাই) দিবাগত রাতে নূরজাহান রোডে এ ঘটনা ঘটে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, মোহাম্মদপুর থানার সাত মসজিদ রোডে ডেকোরেটরের দোকান মালিক কামাল হোসেন ও কর্মচারী বাসায় যাওয়ার সময় ছিনতাইয়ের কবলে পড়েন।
ছিনতাইয়ের কবলে পড়া কামাল হোসেন বলেন, সাতমসজিদ রোডে দোকান বন্ধ করে বাসায় যাওয়ার সময় চাপাতি হাতে দুই ছিনতাইকারী গলায় সেটি ধরে নগদ ৮ হাজার টাকা ও মোবাইল ফোন নিয়ে যায়।
ছিনতাইকারীরা চলে যাওয়ার সময় আমরা একটি বাইক ও অটোরিক্সা নিয়ে তাদের পিছু নেই। তারা দুজন দৌড়াতে থাকলে এক পর্যায়ে নুরজাহান রোডে পুলিশের গাড়ির সামনে পড়ে। এসময় পুলিশের কর্মকর্তাসহ কয়েকজন তাদের একজনকে ধরে ফেলে।
এ বিষয়ে মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুল হক ভূঁইয়া বলেন, গতকাল রাতে টহল পুলিশের একটি গাড়ি নুরজাহান রোডে টহল দিচ্ছিল। এ সময় আমিও সেই রাস্তায়ই ছিলাম। ছিনতাইকারীরা চাপাতিসহ দৌড়াতে থাকলে আমরা একজনকে ধরতে পারি। আরেকজনকে ধরার জন্য মোহাম্মদপুরের থানা পুলিশ অভিযান চালাচ্ছে।
আপনার মূল্যবান মতামত দিন: