শুক্রবার, ১৪ই মার্চ ২০২৫, ৩০শে ফাল্গুন ১৪৩১


৮ দফা দাবিতে মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের প্রতীকী অনশন


প্রকাশিত:
১৯ আগস্ট ২০২৪ ১৯:৩৯

আপডেট:
১৪ মার্চ ২০২৫ ১২:২৬

ছবি : মামুন রশিদ

অন্তর্বর্তী সরকারের কাছে ৮ দফা দাবিতে প্রতীকী অনশন করেছেন মুক্তিযোদ্ধা পরিবার ও বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদ।

সপ্তাহব্যাপী ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে সোমবার (১৯ আগস্ট) সকাল থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে এ প্রতীকী অনশন করেন তারা। পরে দুপুর ২টায় মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য অ্যাডভোকেট নুরতাজ আরা ঐশী ও স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রহিমকে পানি খাইয়ে অনশন ভাঙান। আগামীকাল মঙ্গলবার (২০ আগস্ট) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি প্রদান করতে যাবেন।

মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য অ্যাডভোকেট নুরতাজ আরা ঐশী এ সময় ৮ দফা দাবি তুলে ধরেন।

দাবিগুলো হলো- দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নেওয়া বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম (বীর প্রতীক) ও সাবেক বিএনপি নেতা ব্যারিস্টার শাহজাহান ওমরসহ স্বৈরাচারী সরকারের সব দোসরদের গ্রেপ্তার করে তাদের বিচার; ছাত্র-জনতার আন্দোলনে যারা শহিদ হয়েছেন তালিকা করে তাদের জাতীয় বীরের মর্যাদা দেওয়া এবং প্রত্যেক পরিবারকে ক্ষতিপূরণ ও আহতদের সুচিকিৎসার ব্যবস্থা; শেখ হাসিনার জুলুমের শিকার ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের থানাভিত্তিক তালিকা প্রস্তুত করে ৪৫ দিনের মধ্যে ক্ষতিপূরণ দেওয়া; ঘুষখোর, দুর্নীতিবাজ, অর্থপাচারকারী, লুটপাটকারী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া; বিগত সরকারের নির্যাতনগুলো জাতীয়ভাবে প্রচার; নির্বাচনের পূর্বে স্বতন্ত্র প্রার্থীদের এক শতাংশ ভোটারদের সমর্থন নেওয়ার বিধান বাতিল; শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের জন্য ঝুলে থাকা ভাষানটেক পুনর্বাসন প্রকল্প ও কলমিলতা বাজার বিষয়গুলো দ্রুত সমাধান এবং সাধারণ বস্তিবাসী ও নিম্নবিত্ত মানুষের জীবনমান উন্নয়নের জন্য এনএসপিডিএলের গৃহীত পুনর্বাসন প্রকল্পসহ কমপক্ষে ১০০টি প্রকল্প জরুরি ভিত্তিতে চালু করা।



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top