মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর ২০২৪, ১লা আশ্বিন ১৪৩১


মধ্যরাতে গুলশানে ডাকাতির চেষ্টা, আটক ১০


প্রকাশিত:
৭ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৩২

আপডেট:
১৭ সেপ্টেম্বর ২০২৪ ০১:২৫

ফাইল ছবি

রাজধানীর গুলশান-২ নম্বর এলাকায় একটি বহুতল ভবনে ডাকাতি চেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১০ জনকে আটক করেছে পুলিশ। শনিবার মধ্যরাতে গুলশান-২ নম্বরের ১০৩ নম্বর রোডের ফাইন্যান্স স্কয়ার ভবনে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান থানার ডিউটি অফিসার এসআই রফিক। তিনি বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত ১০ জনকে আটক করা হয়েছে। তবে এটি ডাকাতির ঘটনা কি না, তা যাচাই বাছাই চলছে।

ভবনটির নিরাপত্তাকর্মীরা জানান, রাত একটার দিকে হঠাৎ অর্ধশতাধিক ব্যক্তি দুটি গাড়ি এবং বেশ কয়েকটি বাইক নিয়ে ভবনটিতে প্রবেশ করে। এরপর দায়িত্বরত নিরাপত্তাকর্মীদের হাত মুখ বেঁধে ফেলে ডাকাতির চেষ্টা চালান। খবর পেয়ে সেখানে ছুটে যায় যৌথ বাহিনীর সদস্যরা। এরপর ভবনটি ঘিরে রাখা হয়। ভবনটিতে এক্সিম ব্যাংক, পদ্মা ব্যাংকসহ বেসরকারি একাধিক প্রতিষ্ঠান রয়েছে।

গুলশান থানা পুলিশের একটি সূত্র জানিয়েছে, আটক হওয়া ডাকাত সদস্যরা পুলিশের হেফাজতে রয়েছে। তবে তাদের নামপরিচয় জানা যায়নি।



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top