বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২০শে চৈত্র ১৪৩১

Shomoy News

Sopno


রাজধানীতে ট্রেনের ধাক্কায় নারী নিহত


প্রকাশিত:
১১ জানুয়ারী ২০২৫ ১২:৩১

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১২:১৭

ফাইল ছবি

রাজধানীর মগবাজার রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় (৫০) এক নারী নিহত হয়েছেন।

শনিবার (১১ জানুয়ারি) সকাল ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সকাল পৌনে ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শহিদুল ইসলাম বলেন, আমরা সকালের দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় এক নারীকে দেখতে পাই। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, আশপাশের লোকজনের মুখে জানতে পারি, ওই নারী অসতর্কভাবে মগবাজার রেলগেটে রাস্তা পারাপারের সময় ট্রেনের ধাক্কায় এই ঘটনা ঘটে। পরে ঢামেকে নিয়ে গেলে তার মৃত্যু হয়। আমরা এখনো তার নাম-পরিচয় জানতে পারিনি। তবে প্রযুক্তির সহায়তায় তার নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top