বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২০শে চৈত্র ১৪৩১

Shomoy News

Sopno


‘আপার বাড়ি’ বলায় ধানমন্ডিতে নারীকে গণপিটুনি


প্রকাশিত:
৬ ফেব্রুয়ারি ২০২৫ ১২:২০

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১১:৪৫

ছবি সংগৃহীত

ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাড়িতে আজ (বৃহস্পতিবার) সকালেও ভাঙচুর চালাচ্ছেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। বেলা সাড়ে ১১টার দিকে সেখানে নারীসহ দুজন গণপিটুনির শিকার হয়েছেন। এর মধ্যে ওই নারী গণপিটুনির শিকার হয়েছেন কারণ তিনি বার বার আপা আপা বলছিলেন, আর ভাঙার দৃশ্যে আক্ষেপ করে বলছিলেন, ‘আপার বাড়ি ভাঙতেছে।’

প্রত্যক্ষদর্শীরা জানান, গতরাতের মতো আজ সকাল থেকেও ধানমন্ডি-৩২ এ শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাংচুর শুরু হয়। বেলা সাড়ে ১১টার দিকে এক যুবককে বেধরক মারপিট শুরু করেন শিক্ষার্থীরা। মারতে মারতে ধানমন্ডি-৩২ এলাকার বাইরে নিয়ে যাওয়া হয় তাকে।

কেউ বলছেন, ওই ব্যক্তি জয় বাংলা স্লোগান দিয়েছিলেন, আবার কেউ বলছিলেন ভিডিও করার কারণে সাংবাদিকদের সঙ্গে খারাপ আচরণ করেছিলেন তিনি। তখন আওয়ামী ফ্যাসিস্ট দালাল বলে মারধর শুরু হয়।

এই ঘটনার ঠিক পাঁচ মিনিট পরই ধানমন্ডি-৩২ এ আরেক নারী বেধড়ক মারপিটের শিকার হন। ওই নারী বার বার আপা আপা বলছিলেন, আর ভাঙার দৃশ্যে আক্ষেপ করে বলছিলেন, আপার বাড়ি ভাঙতেছে। এতে প্রথমে তোপের মুখে পড়তে হয় তাকে, পরে শুরু হয় গণপিটুনি। তাকে মারতে মারতে ধানমন্ডি-৩২ এর বাইরে মূল সড়কের দিকে নিয়ে যাওয়া হয়। এ সময় ওই নারী ‘মাইরেন না, মাইরেন না ভাই’ বলে চিৎকার করেন। এ সময় ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর কোন সদস্যকে দেখা যায়নি। ১০/১২ জন পুলিশ সদস্যকে দেখা যায় মেট্রো শপিং সেন্টারের সামনে।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top