বুধবার, ১২ই মার্চ ২০২৫, ২৮শে ফাল্গুন ১৪৩১


যাত্রাবাড়ীতে পিকআপভ্যানের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত


প্রকাশিত:
১৭ ফেব্রুয়ারি ২০২৫ ১১:৩৮

আপডেট:
১২ মার্চ ২০২৫ ১০:৩৪

ছবি সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ী থানার মাতুয়াইল সাদ্দাম মার্কেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় পিকআপভ্যানের ধাক্কায় আব্দুল জব্বার (৪৮) ও তার স্ত্রী রুনা আক্তার (৪২) নিহত হয়েছেন। এ সময় তাদের মেয়ে জুঁই আক্তার (১৪) আহত হয়েছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘাতক চালক পালিয়ে গেলেও পিকআপভ্যানটি জব্দ করেছে পুলিশ।

নিহত দম্পতির বড় মেয়ে জান্নাতুল বলেন, আমার বাবা একটি কিন্ডারগার্টেনের শিক্ষক। আমরা দুই বোনের মধ্যে জুঁই ছোট। সে যাত্রাবাড়ী ইকরা হাই স্কুলের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। আজ সকালে বাবা মায়ের সঙ্গে জুঁই যাত্রাবাড়ীর বাদশা মিয়া রোড পার হচ্ছিল। এ সময় দ্রুতগতির একটি পিকআপভ্যানের ধাক্কায় ঘটনাস্থলে মারা যান আমার মা। পরে আহত অবস্থায় বাবা আর ছোট বোনকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। সেখানে বাবা মারা যান। পরে আমার ছোট বোন জুঁইকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। সেখান থেকে অন্য একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

জান্নাতুল আরও বলেন, আমাদের গ্রামের বাড়ি জামালপুরের ইসলামপুর উপজেলার মোহাম্মদপুর গ্রামে। বর্তমানে ডেমরা কোনাপাড়া এলাকায় ভাড়া থাকি আমরা।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাহমুদুল হাসান ইরফান বলেন, আজ সকালে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি পিকআপভ্যান তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান রুনা আক্তার। পরে স্থানীয় হাসপাতালে মারা যান আব্দুল জব্বার।

তিনি আরও বলেন, দুর্ঘটনার পর পিকআপভ্যানটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top