শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪, ৬ই বৈশাখ ১৪৩১

Rupali Bank


বিএসএমএমই’র অধ্যাপক করোনায় আক্রান্ত


প্রকাশিত:
১০ এপ্রিল ২০২০ ০২:২০

আপডেট:
১০ এপ্রিল ২০২০ ০৩:১৩

ফাইল ছবি

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) একটি বিভাগের চেয়ারম্যান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, তবে তিনি আমাদের এখান থেকে আক্রান্ত হননি। উনি অনেক জায়গায় গিয়েছিলেন। তার সংস্পর্শে যারা যারা এসেছিলেন, তাদের সবাইকে আইসোলেশনে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। এ পরিস্থিতিতে হাসপাতালটি লকডাউন করা হবে কিনা প্রশ্নে তিনি বলেন, এখানে তো অনেক রোগী আছে। এ মুহূর্তে এটা করা হবে না। তবে উনি যে সকল রুমে গিয়েছেন তা বন্ধ করার প্রস্তাব উঠেছে। পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

তবে এর আগে আরেকজন চিকিৎসক আক্রান্ত হয়ে গত এক সপ্তাহ যাবৎ কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি আছেন বলেও জানান তিনি।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top