তেজগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
প্রকাশিত:
১২ এপ্রিল ২০২১ ২১:২২
আপডেট:
১২ এপ্রিল ২০২১ ২১:৩০

রাজধানীর তেজগাঁও রেলস্টেশন এলাকায় ট্রেনের পণ্যবাহী বগি পার্কিংয়ের সময় কাটা পড়ে আব্দুর রহমান (৪৩) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি একুশে টেলিভিশনের অফিস সহকারী হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।
ঢাকা রেলওয়ে (কমলাপুর) থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আলিম জানান, সোমবার (১২ এপ্রিল) সকাল সোয়া ৮টার দিকে তেঁজগাও রেললাইনে ট্রেনের একটি পণ্যবাহী বগি পার্কিং করার সময় এর নিচে কাটা পড়ে মারা যান আব্দুর রহমান নামের ওই ব্যক্তি। তার বাড়ি কুমিল্লায়। তিনি ঢাকার নাখালপাড়ায় থাকতেন। সকালে বাসা থেকে বের হয়ে বাজার করতে যাওয়ার সময় এ দুর্ঘটনার শিকার হন তিনি।
মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে বলেও জানান এসআই আব্দুল আলিম।
সম্পর্কিত বিষয়:
পুলিশ
আপনার মূল্যবান মতামত দিন: