মঙ্গলবার, ১৮ই মার্চ ২০২৫, ৪ঠা চৈত্র ১৪৩১


গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের অবরোধ


প্রকাশিত:
১৮ মার্চ ২০২৫ ১৩:৩২

আপডেট:
১৮ মার্চ ২০২৫ ২১:১৫

ছবি সংগৃহীত

গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতনের দাবিতে ফুয়াং ফুড লিমিটেড-এর শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন। এতে প্রায় আধ ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

মঙ্গলবার (১৮ মার্চ) সকাল ৮টার দিকে শ্রমিকরা কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বকেয়া বেতনের দাবিতে মঙ্গলবার (১৮ মার্চ) সকাল ৮টার দিকে শ্রমিকরা কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করেন। পরে সকাল ৯টার দিকে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নেমে এসে অবরোধ সৃষ্টি করেন। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীর টহল দল, শিল্প পুলিশ ও জয়দেবপুর থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। প্রায় ৩০ মিনিট পর যান চলাচল স্বাভাবিক হয়। অবরোধ প্রত্যাহারের পর শ্রমিকরা কারখানার ভেতরে অবস্থান নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কারখানার সামনে অতিরিক্ত শিল্প পুলিশ মোতায়েন রয়েছে।

কারখানায় কর্মরত শ্রমিকদের অভিযোগ, বকেয়া বেতন না পাওয়ায় তারা চরম সংকটে রয়েছেন। বেতন না থাকায় ঘরভাড়া পরিশোধ করতে পারছেন না, বাড়িওয়ালারা ভাড়া দিতে চাপ দিচ্ছেন। এছাড়া, দোকানদাররাও বাকিতে কোনো পণ্য দিচ্ছেন না। ১০-১৫ বছর চাকরির পর অবসর নিলে কোনো ক্ষতিপূরণ বা প্রাপ্য সুবিধা দেওয়া হয় না। তাই দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন শ্রমিকরা।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top