ইসরাইলী আগ্রাসনের বিরুদ্ধে মানববন্ধন করেছে ড্রীম-এনএলজে স্কুল
প্রকাশিত:
৯ এপ্রিল ২০২৫ ১৯:২৪
আপডেট:
৯ এপ্রিল ২০২৫ ১৯:৩২

অবরুদ্ধ ফিলিস্তিনের ভুখণ্ডে ইসরাইলের নারকীয় আগ্রাসনের বিরুদ্ধে মানববন্ধন করে ড্রীম-এনএলজে হাই স্কুলের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকাসহ স্থানীয় জনগণ।
বুধবার (৯ এপ্রিল) রাজধানীর মোহাম্মদপুরে ড্রীম-এনএলজে হাই স্কুলের সামনে স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আখতার উজ্জামানের নেতৃত্বে ফিলিস্তিনে ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে বিশাল মানববন্ধন পালিত হয়।
ড্রীম-এনএলজে হাই স্কুলের প্রধান শিক্ষক বলেন, ‘আজকের এই মানববন্ধন শুধু আমাদের শিক্ষার্থীদের পক্ষ থেকে নয়, বরং সারা পৃথিবীজুড়ে শান্তির ও মানবাধিকারের পক্ষে একটি শক্তিশালী বার্তা। আমরা বিশ্বাস করি, বিশ্বব্যাপী ঐক্য ও আন্দোলনের মাধ্যমে ফিলিস্তিনের জনগণের মুক্তি সম্ভব।’
এ সময় স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ পারভেজ আলম, সহ-সভাপতি শাহনাওয়াজ আহমেদ খানসহ অন্যান্য শিক্ষকমন্ডলী ও উপস্থিত অতিথিগণ ফিলিস্তিনে চলমান মানবাধিকার লঙ্ঘন এবং ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে বক্তব্য দেন।
তারা বলেন, ‘আমরা মানবাধিকারের পক্ষে এককাট্টা প্রকাশ করছি। ফিলিস্তিনের জনগণকে তাদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে।’
মানববন্ধন শেষে, উপস্থিত শিক্ষার্থীরা এবং অংশগ্রহণকারীরা উপস্থিত সকলকে অভিনন্দন জানান এবং তারা আশাবাদ ব্যক্ত করেন যে, এই ধরনের সচেতনতা সৃষ্টি কর্মকাণ্ডের আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ হবে এবং ফিলিস্তিনের জনগণের প্রতি অন্যায় আচরণ বন্ধ হবে। তারা বলেন, এই শান্তিপূর্ণ এবং সৃজনশীল প্রতিবদের কারনে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ও তরুণ প্রজন্মকে আরো শক্তিশালী ভূমিকা পালনে উদ্ধোত করবে।
মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় জনতারা শান্তিপূর্ণভাবে ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানিয়ে নানা ধরনের প্ল্যাকার্ড ও স্লোগান দিতে থাকেন। প্ল্যাকার্ডে লেখা ছিল ‘ফিলিস্তিনের স্বাধীনতা চাই’, ‘ইসরাইলের আগ্রাসন বন্ধ করো’, ‘মানবাধিকার লঙ্ঘন বন্ধ হোক’।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: