আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তরায় আসছে নতুন প্ল্যাটফর্ম
প্রকাশিত:
১৯ এপ্রিল ২০২৫ ১৫:৪৮
আপডেট:
১৯ এপ্রিল ২০২৫ ২৩:৫৩

আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে রাজধানীর উত্তরায় জুলাই আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করা সব সংগঠনের সমন্বয়ে নতুন প্ল্যাটফর্ম আনা হচ্ছে।
শনিবার (১৯ এপ্রিল) দুপুরে উত্তরা পূর্ব থানার সামনে প্রতীকী লাঠি মিছিল এবং থানার গেটে অবরোধ-অবস্থান কর্মসূচি শেষে আন্দোলনকারীরা এমন তথ্য জানিয়েছেন।
সংশ্লিষ্টরা বলেন, এই প্ল্যাটফর্মের মূল লক্ষ্য হলো আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে একটি শক্তিশালী আন্দোলন গড়ে তোলা। কেননা, গত জুলাই-আগস্টের আন্দোলনের সময় ছাত্র-জনতার বিপক্ষে আওয়ামী লীগ ভূমিকা পালন করেছে। এখন আবার তারা মাঠের রাজনীতিতে সক্রিয় হতে চাইছে। যার বিরুদ্ধে আমাদের অবস্থান। আমরা মনে করি, আওয়ামী লীগের রাজনীতি দেশের জন্য ক্ষতিকর।
এসময় রাফিদ মুহাম্মদ ভূঁইয়া নামের এক শিক্ষার্থী বলেন, আমরা বেলা ১১টা থেকে উত্তরা পূর্ব থানার সামনে অবস্থান নেই এবং আমরা প্রত্যাশা করছিলাম স্বরাষ্ট্র উপদেষ্টা এখানে এলে তার সঙ্গে আলোচনা করব। আমরা তার কাছে জানতে চাই, আওয়ামী লীগের মিছিল এখনো কি করে বড় হচ্ছে এবং প্রশাসন কেন নিষ্ক্রিয়? তিনি এখানে না এসেই চলে গেছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা যদি ছাত্র-জনতাকে ভয় পায় তাহলে আওয়ামী লীগ পুলিশকে কীভাবে ভয় পাবে? আমরা মনে করি এটি একটি কাপুরুষোচিত কাজ। এক্ষেত্রে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাসহ সবাইকে জবাবদিহিতার আওতায় আনতে চাই। এমনকি বর্তমানে প্রশাসনে আওয়ামী লীগকে পুনর্বাসন করা হচ্ছে।
তিনি বলেন, আমাদের ট্রাইব্যুনালের প্রসিকিউটররা আগে থেকেই অভিযোগ করেছেন যে, প্রশাসন তাদেরকে সহযোগিতা করছে না। আমরা মনে করি, এভাবে আর চলতে দেওয়া যায় না। সেজন্য, আমরা আবার মাঠে ফিরে যেতে চাই যেন আওয়ামী লীগ আবার মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। আওয়ামী লীগ এবং সহযোগী অঙ্গ সংগঠন নিষিদ্ধ করার জন্য যা যা করা প্রয়োজন সেটি আমরা করব। একইসঙ্গে এখনও যেসব ফ্যাসিস্টমুক্ত বাতাসে ঘুরে বেড়াচ্ছে তাদের বিচারের আওতায় আনার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় স্মারকলিপি জমা দেব।
এর আগে, ছাত্র-জনতার ব্যানারে বেলা সাড়ে এগারোটায় সরকারের অপারেশন ডেভিল হান্টের ব্যর্থতা এবং আওয়ামী লীগের মিছিলের বিপরীতে পুলিশের নিষ্ক্রিয়তার প্রতিবাদে প্রতীকী লাঠি মিছিল কর্মসূচি পালন করা হয়।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: