মতিঝিলে ছাপাখানার কর্মচারী খুন
প্রকাশিত:
১২ মে ২০২১ ১৬:২৪
আপডেট:
১২ মে ২০২১ ২০:০৮

রাজধানীর মতিঝিল আরামবাগে বন্ধুর ছুরিকাঘাতে ছাপাখানার এক কর্মচারী খুন হয়েছে। নিহত কর্মচারীর নাম রাসেল (২০)। তিনি আরামবাগ এলাকায় থাকতেন।
মঙ্গলবার (১১ মে) রাত সাড়ে ৮টায় এ ঘটনাটি ঘটে। পরে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের সহকর্মী সুমন ও হৃদয় নামে দুজনকে আটক করা হয়েছে। তাদের মতিঝিল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
সুমন জানায়, পূর্বশত্রুতার কারণে আরামবাগ হাইস্কুলের অদূরে রাত সাড়ে ৮টার দিকে শাকিলের সঙ্গে রাসেলের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে রাসেলের পেটে ছুরিকাঘাত করে শাকিল পালিয়ে যায়।
এ ঘটনার ১০-১২ দিন আগে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে ঝগড়াঝাঁটি হয়। তার জের ধরে শাকিল রাসেলকে ছুরিকাঘাত করে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।
সম্পর্কিত বিষয়:
পুলিশ
আপনার মূল্যবান মতামত দিন: