বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না
প্রকাশিত:
২৬ মে ২০২১ ২২:৪৪
আপডেট:
৫ এপ্রিল ২০২৫ ০০:৫৫

গ্যাস বিতরণ সংস্থার পাইপলাইন স্থানান্তরকরণের কাজ চলমান থাকায় বৃহস্পতিবার ঢাকার বেশ কয়েকটি এলাকায় ছয় ঘণ্টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এক বিবৃতিতে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি জানিয়েছে, আগামীকাল বৃহস্পতিবার (২৭ মে) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত তেজকুনিপাড়া, তেজগাঁও বালিকা বিদ্যালয়, কারওয়ানবাজার, খ্রিস্টান পাড়া, সোনারগাঁও হোটেল ও কাঠাল বাগানে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এছাড়াও দিলু রোড, পরীবাগ, সোনারগাঁও রোডের পূর্ব দিক ও কাটাবনের পশ্চিম দিকে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
তিতাস জানিয়েছে, তেজগাঁও রেলক্রসিং থেকে সোনারগাঁও হোটেল পর্যন্ত গ্যাস পাইপলাইন স্থানান্তরের কারণে সরবরাহ ব্যাহত হবে।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: