বাসার সামনে খেলার সময় মাইক্রোচাপায় শিশু নিহত
প্রকাশিত:
২৭ মে ২০২১ ২০:২৯
আপডেট:
২৭ মে ২০২১ ২২:৫৫

রাজধানীর কামরাঙ্গীচরে মাইক্রোবাসের চাপায় এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে
বৃহস্পতিবার (২৭ মে) সকাল আনুমানিক পোনে ৭টার সময়ে ঘটনাটি ঘটে।
শিশুটির নাম রাহিম (৯)। সে হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার কুমরী দুর্গাপুর গ্রামের মহন চানের ছেলে। সে কামরাঙ্গীরচর আলীনগরে পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকত। দুই ভাই এক বোনের মধ্যে রাহিম ছিল বড়।
শিশুটির বাবা জানান, তিনি দিনমজুর। সকালে কাজে চলে যান। রাহিম খেলাধুলা করতে বাড়ির বাইরে বের হয়। রাস্তায় খেলা করার সময় সাদা রঙের একটি মাইক্রোবাস (নোহা) রাহিমকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করেন। গুরুতর আহতাবস্থায় ওই গাড়ি দিয়েই শিশুটিকে প্রথমে স্থানীয় হাসপাতাল, সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে সকাল পৌনে ৯টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেন কামরাঙ্গীচর থানার উপপরিদর্শক (এসআই) মো. বজলুর রহমান।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। পাশাপাশি নিহতের স্বজনদের অভিযোগে গাড়ির চালক বাবুলকে আটক করা হয়েছে। গাড়িটি জব্দ করা হয়েছে।
চালকের দাবি, সে গাড়ি ড্রাইভ করার সময় ওই শিশুটি দৌড়ে গাড়িটির সামনে চলে আসে। নিয়ন্ত্রণ করতে করতে সে চাপা পড়ে যায়।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: