শুক্রবার, ১৪ই মার্চ ২০২৫, ৩০শে ফাল্গুন ১৪৩১


অতিরিক্ত দামে পণ্য বিক্রি

মতিঝিলে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা


প্রকাশিত:
২০ এপ্রিল ২০২০ ০৩:২৩

আপডেট:
১৪ মার্চ ২০২৫ ১৪:২৮

ছবি: সংগৃহীত

রাজধানীর মতিঝিলে অতিরিক্ত দামে পন্য বিক্রি করার অপরাধে চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর (ডিএনসিআরপি)। রোববার বাণিজ্য মন্ত্রণালয়ের মোবাইল টিমের এই অভিযানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয় ও সিটি কর্পোরেশনের প্রতিনিধিরা সহাযোগিতা করেন। অভিযানে নেতৃত্ব দেন ডিএনসিআরপির সহকারী পরিচালক মো. আবদুল জব্বার মন্ডল।

তিনি বলেন, অধিক মূল্যে হ্যান্ড স্যানিটাইজার, হেক্সিসল এবং হ্যান্ড গ্লাভস বিক্রি করার অপরাধে আরামবাগের রাস ফর্মাকে ১০ হাজার টাকা, ক্যাশ অ্যান্ড ক্যারি ফার্মাকে ১০ হাজার টাকা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন না করার অপরাধে এজিবি কলোনীর প্রতিদিন ডিপার্টমেন্টাল স্টোরকে ১ হাজার টাকা এবং ছাপা ডিপার্টমেন্টাল স্টোরকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে হ্যান্ডমাইকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন করা, প্রদর্শনকৃত মূল্য অপেক্ষা অধিক মূল্যে উক্ত পণ্য বিক্রি থেকে বিরত থাকা, করোনাকে কেন্দ্র করে অতি মুনাফা লাভ থেকে বিরত থাকা, সরকারি নির্দেশনা যথাযথভাবে পালন করা এবং জনগনের পাশে এসে দাঁড়ানোর জন্য ব্যবসায়ীদের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top