শনিবার, ৫ই এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১

Shomoy News

Sopno


রাজধানীতে ড্রামের ভেতরে মাথাবিহীন খণ্ডিত লাশ উদ্ধার


প্রকাশিত:
৩১ মে ২০২১ ১৬:৪৬

আপডেট:
৩১ মে ২০২১ ১৭:৪৩

প্রতীকী ছবি

রাজধানীর মহাখালীর আমতলীতে রাস্তার পাশে ড্রামের মধ্যে থেকে উদ্ধার হওয়া খণ্ডিত লাশটি যুবকের। হাত-পা ও মাথা শরীর থেকে বিচ্ছিন্ন। তবে সেগুলো পাওয়া যায়নি বলে জানা গেছে।

লাশটি রোববার (৩০ মে) রাত সাড়ে ৮টায় উদ্ধারের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

ওই লাশটি যুবকের; তার শরীর দেখে মনে হয়েছে তার বয়স ৩০-৩৫ বছর হবে। তবে তার নাম-পরিচয় জানা যায়নি।

বনানী থানার এসআই শামসুর রহমান বলেন, মহাখালীর আমতলীতে রাস্তার পাশে লাশভর্তি ড্রামটি পড়েছিল। বৃষ্টি চলাকালে কেউ গাড়িতে করে সেটি ফেলে গেছে।

তবে ধারণা করা হচ্ছে— এক-দুদিন আগে কোথাও তাকে ধারালো অস্ত্র দিয়ে হাত, পা ও গলা কেটে হত্যা করা হয়েছে।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top