রবিবার, ১৬ই মার্চ ২০২৫, ২রা চৈত্র ১৪৩১


৮৫০ কোটি টাকার রাজস্ব ফাঁকি: ৮ কর্মকর্তাকে দুদকে জিজ্ঞাসাবাদ


প্রকাশিত:
৮ সেপ্টেম্বর ২০২১ ০০:১৮

আপডেট:
১৬ মার্চ ২০২৫ ২৩:১২

ফাইল ছবি

আমদানি করা মালামাল খালাসে ৮৫০ কোটি টাকা রাজস্ব ফাঁকির অভিযোগে চট্টগ্রাম কাস্টমস হাউসের একজন রাজস্ব কর্মকর্তা ও সাতজন সহকারী রাজস্ব কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

তারা হলেন, রাজস্ব কর্মকর্তা সাইফুল ইসলাম, সহকারী রাজস্ব কর্মকর্তা সাইফুন নাহার জনি, মির্জা সাইদ হাসান ফরমান, মো. মাহমুদুল হাসান মুন্সী, মো. মাহবুবার রহমান, মো. ওমর ফারুক, মো. সাইফুল ইসলাম ও মাহমুদা আক্তার লিপি।

মঙ্গলবার (০৭ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দুদক উপ-পরিচালক মো. নাসির উদ্দিনের নেতৃত্বে একটি টিম তাদের জিজ্ঞাসাবাদ করেন। সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে তাদের জিজ্ঞাসাবাদ করেছে দুদক।

জানা যায়, চট্টগ্রাম কাস্টমস হাউসের আট কর্মকর্তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বদলিকৃত দুই কর্মকর্তার আইডি ব্যবহার করে সাতজন সিঅ্যান্ডএফ-এর সহযোগিতায় চট্টগ্রাম বন্দর হতে আমদানি করা মালামাল খালাসে ৮৫০ কোটি টাকা রাজস্ব ফাঁকির অভিযোগ রয়েছে।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top