রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে গ্রেপ্তার ৫৩
প্রকাশিত:
২৩ সেপ্টেম্বর ২০২১ ১৮:০৭
আপডেট:
২৩ সেপ্টেম্বর ২০২১ ২২:৪৬

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় মাদক বিক্রি ও সেবনের অপরাধে ৫৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) ডিএমপির গণমাধ্যম শাখা থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার (২২ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘন্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
এ সময় গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ইয়াবা, হেরোইন, ফেন্সিডিল ও বিপুল পরিমাণ গাঁজা জব্দ করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে রাজধানীর পৃথক থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: