বুধবার, ১৯শে মার্চ ২০২৫, ৫ই চৈত্র ১৪৩১


রাজধানীতে নিজের মোটরসাইকেলে আগুন দিলেন যুবক!


প্রকাশিত:
২৭ সেপ্টেম্বর ২০২১ ২৩:২৬

আপডেট:
২৭ সেপ্টেম্বর ২০২১ ২৩:৫৭

সংগৃহীত

রাজধানীর বাড্ডা লিংক রোডে মামলা দেওয়ায় সোমবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে নিজের মোটরসাইকেলে আগুন দিয়ে পুড়িয়ে প্রতিবাদ করেছেন শওকত আলম সোহেল নামে এক যুবক।

এ বিষয়ে বাড্ডা থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানায়, ওই ব্যক্তি রাজধানীর লিংক রোড এলাকায় ট্রাফিক আইন অমান্য করায় কর্তব্যরত পুলিশ তার বিরুদ্ধে ট্রাফিক আইনে মামলা করেন। এতে ক্ষুব্ধ হয়ে তিনি নিজের মোটরসাইকেলে আগুন দেন। পরে পুলিশ স্থানীয়দের সহায়তায় মোটরসাইকেলের আগুন নেভায়।

তিনি আরও বলেন, মোটরসাইকেল এবং এর চালককে থানায় নিয়ে আসা হয়েছে। তাকে আটক বা কোনো আইনি প্রক্রিয়ার জন্য থানায় নেওয়া হয়নি। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তার ক্ষুব্ধ হওয়ার আসল কারণ এবং কী কারণে তিনি এমন করেছেন।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top